নিয়ম ভেঙে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের তদন্ত চায় ইউজিসি
- জিহাদুজ্জামান জিসান
- প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ০৩:১৬ PM , আপডেট: ২৫ জুলাই ২০২২, ০৩:১৬ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. নকিবুল হাসান খানকে বিজ্ঞপ্তির নিয়ম ভেঙে নিয়োগ দেয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়টির কাছে তদন্তসহ প্রতিবেদন চেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ বিষয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টিকে একটি চিঠি দিয়েছে কমিশন।
নজরুল বিশ্ববিদ্যালয়কে দেয়া চিঠিতে ইউজিসি বলেছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক/প্রভাষক পদে নিয়োগের জন্য আবেদন করার যোগ্যতা না থাকা সত্ত্বেও বিজ্ঞাপনের শর্ত ভঙ্গ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক পদে মো. নকিবুল হাসান খানকে নিয়োগ দেওয়াসহ চাকরিতে রাখার বিষয়টি দৈনিক পত্রিকায় সম্প্রতি প্রকাশিত হয়েছে।
সংবাদটি শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের দৃষ্টিতে এসেছে। বিষয়টি তদন্তপূর্বক বিস্তারিত কাগজপত্র ও প্রতিবেদনসহ বিশ্ববিদ্যালয়ের মতামত দ্রুততম সময়ের মধ্যে কমিশনে প্রেরণের নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন: প্রাথমিকে আরও ৪০ হাজার শিক্ষক নিয়োগ চলতি বছরে
ইউজিসির চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর। ইউজিসির এমন চিঠিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও নড়েচড়ে বসেছে বলেও জানা যাচ্ছে।
এর আগে বিষয়টি নিয়ে গত ০৩ জুলাই দ্যা ডেইলি ক্যাম্পাসে ‘‘নজরুল বিশ্ববিদ্যালয়ের বির্তকিত সেই শিক্ষকের নিয়োগের গোড়াতেই গলদ’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। যেখানে উঠে এসেছিল নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির তথ্য।
ইউজিসির চিঠির বিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা অনিয়ম-দুর্নীতির প্রশ্নে আপসহীন। এ বিষয়ে দ্রুতই একজন সিন্ডিকেট সদস্যকে প্রধান করে তদন্ত কমিটি গঠন কর হবে। কমিটির দেয়া প্রতিবেদনটি ইউজিসিতে পাঠানো হবে।