২৩ জুলাই ২০২২, ১৮:২৪

‘গাঁজা আমার কাছে কোন ফ্যাক্ট না’ ঘটনায় ইবির আরেক শিক্ষার্থী বহিষ্কার 

আল আমিন হোসেন  © ফাইল ছবি

‘গাঁজা আমার কাছে কোন ফ্যাক্ট না’ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরেক শিক্ষার্থীকে আটক করেছে ইবি প্রশাসন। ছিনতাইয়ের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন হোসেনকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তিনি নওগা জেলার মহাদেবপুর উপজেলার কালনা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

শনিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এই ঘটনায় গত ২০ জুলাই ঘটনার মূল অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ কর্মী রেজওয়ান সিদ্দীকি কাব্যকে বহিষ্কার করে ইবি কর্তৃপক্ষ। 

সূত্র মতে, গত ১৮ জুলাই কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটায় আল-আমিন ও রেজওয়ান সিদ্দীকি কাব্য। এই বিষয়ে জানতে গেলে রেজওয়ান সিদ্দিকী কাব্য বলেন, ‘গাঁজার থেকে বড় বড় জিনিসের বয়স পার করে আসছি, গাঁজা আমার কাছে কোন ফ্যাক্ট না। টাকা থাকলে ক্যাম্পাসেই গাঁজার থেকে বড় বড় জিনিস পাওয়া যায়। আর আমি ওদের কাছে গাঁজা চাইব ক্যান ওরা কি গাঁজার ডিলার নাকি? আর আমি মাসে ৩০ হাজার টাকা খরচ করি, আমি ওদের কাছে টাকা নিব ক্যান।’ তারপরই বিষয়টি নিয়ে ক্যাম্পাসে আলোড়ন সৃষ্টি হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় আল আমিন হোসেনকে সমায়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আজ শনিবার প্রক্টোরিয়াল বডির এক জরুরি সভায় বহিষ্কারের সুপারিশ করা হয়।

এর আগে গত সোমবার রাত ১১টার দিকে মহাসড়ক থেকে ট্রাকের চাবিসহ ড্রাইভারের কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠে আল-আমিন বিরুদ্ধে। তিনি ছিনতাইকারী ছাত্রলীগ কর্মী ও আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দীকি কাব্যের সহযোগী ছিলেন।