১৬ জুলাই ২০২২, ১৮:২৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে কাল, ক্লাস শুরু মঙ্গলবার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ঈদ-উল-আজহার ১৬ দিনের দীর্ঘ  ছুটি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে আগামীকাল রবিবার। এরপর আগামী মঙ্গলবার থেকে শুরু হবে একাডেমিক কার্যক্রম। শনিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আমিরুল হক বলেন, আগামীকাল রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে। তবে ক্লাস-পরীক্ষা কার্যক্রম শুরু হবে আগামী ১৯ তারিখ থেকে।

এদিকে হল সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঈদের ছুটি শেষে শিক্ষার্থীরা নির্বিঘ্নে হলগুলোতে আসতেও শুরু করেছেন।

আরও পড়ুন: ঈদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটি ৯ দিন

ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফেরা বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থী জাকির হোসেন বলেন, ঈদ পরবর্তী ক্যাম্পাস এখন অনেকটাই ফাঁকা। ধীরে ধীরে সবাই ক্যাম্পাসে আসছে। একদিন আগেও একা ছিলাম; অথচ এর মধ্যেই অনেকে চলে এসেছে। আড্ডা দিচ্ছি, গল্প করছি, খুব ভাল লাগছে।