সাত কলেজের ভর্তি আবেদন শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে এই আবেদন শুরু হয়।
বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ-এ তিন ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ভর্তিচ্ছুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজগুলোর জন্য ভর্তি বিষয়ক ওয়েবসাইট— https://collegeadmission.eis.du.ac.bd/ এ অনলাইন আবেদন করতে পারবেন। এবছর আবেদন ফি ধরা হয়েছে ৬০০টাকা।
ইউনিভিত্তিক আবেদনের যোগ্যতা
১. বিজ্ঞান ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.০০ হতে হবে।
২. বাণিজ্য ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয় সহ জিপিএ ৬.৫০ হতে হবে।
৩. কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৬.০০ হতে হবে।
পরীক্ষার তারিখ
১.বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ আগস্ট।
২. কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ আগস্ট।
৩. এবং বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট।
প্রসঙ্গত, প্রচলিত শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ও পুরনো সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর থেকে সাতটি কলেজের ভর্তি পরীক্ষা, শিক্ষা কার্যক্রম ও সার্টিফিকেট দেওয়া সহ অন্যান্য কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ন্ত্রিত হচ্ছে।