১৪ জুলাই ২০২২, ১৭:৪১

৬ মাসের মধ্যে নিয়মিত অধ্যক্ষ নিয়োগের নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়   © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত অধ্যক্ষক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে যে সকল কলেজে এক বছর তার অধিক সময় ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব পালন করছেন তারা আর দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানানো হয়েছে।

জানা গেছে, সম্প্রতি সময় দেশের বিভিন্ন স্থানে ভারপ্রাপ্ত অধ্যক্ষদের কর্মকাণ্ডের কারণে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিশেষ করে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষের গলায় জুতার মালা পরানোর বিষয়টি তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলে। এরই প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

ছয় মাসের মধ্যে নিয়মিত অধ্যক্ষ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। তিনি বলেন,  ভারপ্রাপ্ত অধ্যক্ষরা ছয়মাসের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না এই নির্দেশনা আগে থেকেই ছিল। তবে করোনা-বন্যার কারণে সেটি মানা হচ্ছিল না। নির্দেশ্না যেন নিয়মিত মানা হয় সেজন্য আমরা কলেজগুলোতে চিঠি পাঠিয়েছি।

তিনি আরও বলেন, যেসব কলেজে নিয়মিত অধ্যক্ষ  নেই সেখানে ছয়মাসের বেশি কেউ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এই সময়ের মধ্যে সেখানে নিয়মিত অধ্যক্ষ নিয়োগ দিতে হবে। যদি কেউ এই নির্দেশনা যথাযথ ভাবে পালন না করে তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।