জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বুধবার

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির সময়মীমা বাড়ানো হবে কিনা সে বিষয়ে আগামী বুধবার (২৯ জুলাই) সিদ্ধান্ত নেবে ভর্তি কমিটি। যদিও এর আগে পরীক্ষা পেছানো হবে বলে জানানো হয়েছিল। 

জানা গেছে, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান ও ভর্তি সংশ্লিষ্টদের মধ্যে এক অনানুষ্ঠানিক আলোচনায় ভর্তির সময়সী বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতিসহ অন্যান্য এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে আবেদনের সময়সীমা বাড়ানোর সম্মতি দেন তারা। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকায় বিষয়টি নিয়ে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন তারা। আগামী বুধবার এই সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে

আরও পড়ুন: গুচ্ছের ভর্তি আবেদন ৩ লাখ ছুঁই ছুঁই

এ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সদস্য-সচিব (স্নাতক, সম্মান) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন রবিবার (২৬ জুন) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি আবেদনের সময় বাড়ানো হবে কিনা সে বিষয়ে আগামী বুধবার (২৯ জুলাই) জানানো হবে।

তিনি আরও বলেন, আমরা সিলেট-সুনামগঞ্জসহ অন্যান্য অঞ্চলের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বুধবার ভর্তি কমিটির সভা শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


সর্বশেষ সংবাদ