২০ জুন ২০২২, ২১:০২

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও মাইগ্রেশন নিয়ে প্রশ্নোত্তর

জাতীয় বিশ্ববিদ্যালয়   © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তির মেধাতালিকা প্রকাশিত হয়েছে। সোমবার (২০ জুন) বিকাল ৪টা থেকে এই মেধাতালিকা দেখতে পাচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। জেনে নেওয়া যাক, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও মাইগ্রেশনে করণীয় নিয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নোত্তর বিষয়ে… 

১। জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন কী ভর্তির আগে নাকি পরে?

উত্তর: আপনি যে বিভাগে চান্স পেয়েছেন, প্রথমে সেই বিভাগে ভর্তি হতে হবে। এরপর সেই বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ দিবে যে যারা মাইগ্রেশন করতে ইচ্ছুক, তারা এখন থেকে মাইগ্রেশন করতে পারবেন।

২। মাইগ্রেশন এরপর কী আবার যে বিভাগে ভর্তি হবো, তখন কী আবারও পূর্ণ টাকা দিয়ে ভর্তি হতে হবে?

উত্তর: জ্বি না। ভর্তির জন্য আর দ্বিতীয়বার টাকার প্রয়োজন হবে না।

৩। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কত টাকা লাগে?

উত্তর: ভর্তির জন্য টাকার পরিমাণ বিষয় (subject/department) ভিত্তিক একেক রকম হয়ে থাকে। তাই অন্য ডিপার্টমেন্ট-এর টাকার পরিমাণ আর আপনার ডিপার্টমেন্ট-এর টাকার পরিমাণ দেখে বিভ্রান্ত হবেন না।

৪। ভর্তি ক্যান্সেল করলে কি টাকা ফেরত দেওয়া হয়?

উত্তর: না। ফেরত দেওয়া হয় না।

৫। কলেজ কি মাইগ্রেশন/পরিবর্তন করা যায়?

উত্তর: না! কলেজ পরিবর্তন যোগ্য নয়। শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন।

৬। মাইগ্রেশন কি automatically হয়?

উত্তর: না। মাইগ্রেশন অটোমেটিক হয় না। মাইগ্রেশন করার জন্য ভর্তির কিছু দিনের মধ্যে নোটিশ দিবে, তখন আবার সাবজেক্ট পছন্দ-ক্রম দিয়ে মাইগ্রেশনে আবেদন করতে হবে।

৭। যে সাবজেক্ট আছে এবং মাইগ্রেশন করলাম, সেটা ভালো লাগলো না অতঃপর আগের সাবজেক্টে থাকতে পারবো কিনা?

উত্তর: আপনাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে মাইগ্রেশনে, সেই সাবজেক্টেই পড়তে হবে। আগের বিষয় ফিরে যাওয়ার সুযোগ থাকবে না।

৮। মাইগ্রেশন কীভাবে হয়?

উত্তর: মাইগ্রেশন মানে হচ্ছে উপরের দিকে যাওয়া। ধরুন, আপনার চয়েজ লিস্ট অনুযায়ী... <হিসাববিজ্ঞান<ব্যবস্থাপনা<অর্থনীতি<ইংলিশ<বাংলা। এই রকম দেওয়া হলো। এক্ষেত্রে চয়েজ লিস্টের প্রথম বিষয় হিসাববিজ্ঞান আপনার আসছে। সুতরাং আপনার মাইগ্রেশন হবে না। কারণ আপনার হিসাববিজ্ঞানের উপরে আর বিষয় নেই।

এখন ধরুন, আপনার বাংলা এসেছে বা অর্থনীতি। এক্ষেত্রে আপনার মাইগ্রেশন হবে। কারণ এর উপরে আপনার বিষয় রয়েছে। মাইগ্রেশন সব সময় উপর দিকে উঠে, কখন নিচে নামবে না।

লেখক: লিজা মনি, শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।