'জীবন মৃত্যুর চেয়ে দুর্বল, মৃত্যু ভালোবাসার চেয়ে'
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুন ২০২২, ০১:১৫ PM , আপডেট: ১৭ জুন ২০২২, ০৪:২১ PM
দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে (টিএলএল) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান।
শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেদীর বাবা শাহ আলম।
মারা যাওয়ার পূর্বে মেহেদি ১২ মার্চ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, জীবন মৃত্যুর চেয়ে দুর্বল, মৃত্যু ভালোবাসার চেয়ে। ১০ মে আরেক স্ট্যাটাসে 'এখনো বাঁচার স্বপ্ন দেখি' বলে মন্তব্য করেন তিনি।
মেহেদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মেহেদীর বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামে। ২০২১ সালের ১০ অক্টোবর মেহেদীর শরীরে ব্লাড ক্যান্সার শনাক্ত হয়।
মেহেদীর বাবা বলেন, অনেক চেষ্টার পরেও আমরা মেহেদীকে বাঁচাতে পারিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং মেহেদীর সহপাঠীদের কাছে আমরা কৃতজ্ঞ। আমি সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।