জানালার কাচ ভেঙে ইবির মসজিদের ৪টি ফ্যান চুরি

জানালার কাচ ভেঙে ইবির মসজিদের ৪টি ফ্যান চুরি
জানালার কাচ ভেঙে ইবির মসজিদের ৪টি ফ্যান চুরি  © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদের জানালার কাচ ভেঙে চারটি বড় স্ট্যান্ডের ফ্যান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ জুন) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (১২ জুন) তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কেন্দ্রীয় মসজিদের খতিব ড. শোয়াইব আহমেদ বলেন, চুরির পরদিন (বৃহস্পতিবার) প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আমার ধারণা, ক্যাম্পাসের মাদকসেবীরা এর সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন: মাত্রাতিরিক্ত মাদক নিয়ে অজ্ঞান ইবি ছাত্র

তদন্ত কমিটির সদস্য রোজদার আলী রূপম বলেন, আশপাশের ভবনগুলোতে সিসিটিভি ক্যামেরা থাকলেও মসজিদে নেই। দিনের বেলা মসজিদ এলাকায় খাদেমরা থাকলেও রাতে নিরাপত্তা ব্যবস্থা থাকে না। আমরা কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিরাপত্তা বাড়ানোর দিকে নজর দেবো।

কমিটির আহ্বায়ক ড. মুর্শিদ আলম বলেন, আমি ক্যাম্পাসের বাইরে ছিলাম। আজ আসার পর খবর পেলাম আমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে বসবো। বিশ্ববিদ্যালয়ের মসজিদের মতো জায়গায় চুরি হলে অন্য শিক্ষার্থীরা তো আরও অনিরাপদ।


সর্বশেষ সংবাদ