শিক্ষকদের জন্যে বঙ্গবন্ধু ফেলোশিপ চালুর চেষ্টা করবো: সৌমিত্র শেখর
উচ্চশিক্ষার জন্যে দেশের বাইরে প্রথম সারির র্যাংকিংয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে গেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্যে বঙ্গবন্ধু ফেলোশিপ চালুর চেষ্টা করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
তিনি বলেন, ফেলোশিপ পেতে হলে কিংবা চালু করার আগে আমাকে দৃশ্যমান করে দেখাতে তাদের যোগ্যতার প্রমাণ। তার জন্যে দেশের বাইরের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে আমাদের জানালে আমরা ফেলোশিপ প্রদান করার চেষ্টা করবো। কোন মেধাবী মানুষকে অর্থের অভাবে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করা হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এটি চালু আছে তাই যোগ্যতার স্বাক্ষর রাখলে আমরাও অর্থায়ন করার চেষ্টা করবো।
আরও পড়ুন: ঢাবিতে বাম ছাত্র সংগঠনগুলোর মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৫
সোমবার (০৬ জুন) নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে গবেষণার মান উন্নয়ন ও উচ্চশিক্ষা গ্রহণের প্রক্রিয়া নিয়ে বেলা ৩টায় কনফারেন্স কক্ষে কর্মশালায় তিনি এসব কথা বলেন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের শিক্ষক ড. মোঃ শহিদুজ্জামান ও নজরুল বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষক ড. মোঃ নুরুজ্জামান খান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি শেখ সুজন আলী, সাধারণ সম্পাদক তুহিনুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক।