সোহরাওয়ার্দী কলেজে সয়েল ক্লাবের নতুন কমিটি
- সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৯:৪৮ AM , আপডেট: ০৬ জুন ২০২২, ০৯:৪৮ AM
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বাংলাদেশ সয়েল ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তৃতীয় বারের মতো নতুন কমিটি পেয়েছে কলেজটি। রবিবার (০৫ জুন) সাবেক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন ইবনে সিয়াম এবং সাধারণ সম্পাদক হিসাবে জান্নাতুল নুসরাত তন্বী। এছাড়া সহ-সভাপতি ইমরুল সাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক, আনিকা তাবাসসুম, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন আকাশ, সদস্য হিসাবে রয়েছেন আসিফ ইকবাল, তাবাসসুম ইকবাল, মারুফ আহমেদ রাব্বি।
কমিটির চ্যাপ্টার ক্লাব মডারেটর হিসাবে রয়েছেন কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. হামিদ আল আজাদ।
সংগঠনটির উদ্দেশ্যে হলো- মৃত্তিকা ও পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম। দেশের সকল মৃত্তিকা বিষয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে জাতীয় পর্যায়ে মৃত্তিকা দূষন রোধ ও মৃত্তিকা সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্ল্যাটফরম গঠন করা এবং মৃত্তিকা বিজ্ঞানকে শিক্ষার্থী পর্যায়ে জনপ্রিয় করে তোলা।
আরও পড়ুন: মেয়েদের সঙ্গে ছেলেরাও পড়বে গার্হস্থ্য অর্থনীতি কলেজে: ভিসি
নতুন কমিটিতে মৃত্তিকা বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের স্নাতক পড়ুয়া শিক্ষার্থীরা সদস্য হতে পারবেন বলে জানিয়েছে সংগঠনটির সভাপতি ইবনে সিয়াম।
তিনি বলেন, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সোহরাওয়ার্দী কলেজেও বাংলাদেশ সয়েল ক্লাব রয়েছে। মৃত্তিকা বিজ্ঞান বিভাগ এবং পরিবেশ ও ভূগোল বিভাগে অধ্যায়নরত যেকোনো শিক্ষার্থী এর সদস্য পদ নিয়ে মৃত্তিকা দূষণ রোধ এবং সংরক্ষণে ভূমিকা পালন করতে পারবেন।