মেডিকেলে চান্স না পাওয়ার হতাশায় ববি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন। ঐ শিক্ষার্থীর নাম প্রবির মিত্র। তিনি কোস্টাল স্টাডিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী৷ প্রবির হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে ৷
প্রবির মিত্রের বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার কড়াপাড়া ইউনিয়নে৷ সে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী৷
নাম প্রকাশে অনিচ্ছুক প্রবিরের এক সহপাঠী জানান, মূলত ওর ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার৷ প্রথমবার পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স না পেয়ে দ্বিতীয়বার পরীক্ষা দিলেও ১ মার্কের জন্য মেডিকেলে ভর্তি হতে না পেরে মানসিক ভাবে হতাশ থাকতো অধিকাংশ সময়৷ এরই জের ধরে গতকাল সকালে আত্মহত্যার চেষ্টা করে প্রবির৷ ঘটনা জানতে পেরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করি৷
এ বিষয়ে শেরে বাংলা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান,গতকাল পল্লব নামের এক শিক্ষার্থী হিসাবে আমাদের ইউনিটে ভর্তি করি৷ তৎক্ষণাৎ চিকিৎসা প্রদান করা হয়৷ এখন কিছুটা উন্নতি হয়েছে৷ কথাও বলতে পারছে৷ আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবে৷
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, বিষয়টি খুবই দুঃখজনক৷ শিক্ষার্থীদের মানসিক সমস্যা সমাধানে সাইকোলোজিস্ট এবং মটিভেশনাল স্পিকার এনে সেমিনার করার কথা চলছে৷ শিগগিরই এই কার্যক্রম শুরু হবে৷