০৫ জুন ২০২২, ২১:০২

‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানো থেকে বিরত থাকার নির্দেশ, বহিষ্কারের হুশিয়ারি

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ  © ফাইল ছবি

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীদের সতর্ক করেছে কলেজ প্রশাসন। কলেজের নামে ‘অনাকাঙ্ক্ষিত পোস্ট এবং বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানো হচ্ছে উল্লেখ করে এ ধরনের কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

রবিবার (০৫ জুন) গণমাধ্যমে পাঠানো কলেজ প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা দেয়া হয়। আবাসিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ওই বিজ্ঞপ্তিটি মূলত সব শিক্ষার্থীদের জন্য প্রজোয্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ প্রশাসন ও অন্যান্য মিডিয়া সূত্রানুসারে কর্তৃপক্ষ জানতে পেরেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অনাকাঙ্ক্ষিত পোস্ট এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। উপরন্তু এই সকল পোস্ট এবং তথ্য ছড়ানো ডিজিটাল আইনের পরিপন্থি।

আরও পড়ুন: বদরুন্নেসা কলেজ ছাত্রলীগ সভাপতির হামলায় ছাত্রী আহত

শিক্ষার্থীদের সতর্ক করে এতে বলা হয়েছে, এ ধরনের কার্যক্রমে জড়িত আবাসিক হলের চিহ্নিত শিক্ষার্থীদের ছাত্রত্ব এবং হলের সিট বাতিল করতে কর্তৃপক্ষ বাধ্য। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সকলকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

বিষয়টি অতীব জরুরি বলে কলেজ প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।