পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে ছাত্রলীগ
পরিবেশ রক্ষায় বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ। রবিবার (৫ জুন) সকাল ১১টায় সংগঠনটির দলীয় কার্যালয়ে পরিবেশ দিবসের কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
রেজাউল ইসলাম মাজেদ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এই কর্মসূচির আয়োজন করেছে। ছাত্রলীগ সর্বদা পরিবেশ রক্ষার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছে।
দিবসটি উপলক্ষে এদিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ১০০টি ফলজ, বনজ এবং ওষুধি গাছ রোপণ করা হয়।
আরও পড়ুন: জবিতে রয়েছে ডে-কেয়ার সেন্টার, জানেন না শিক্ষার্থীরা
এসময় সংগঠনটির সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রতিবছর ৫ জুন বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে দিবসটি। বিশ্বের বা একটি নিদিষ্ট দেশের পরিবেশগত সমস্যা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করার নিমিত্তে সুইডেনের বিশেষ উদ্যোগে জাতিসংঘ স্বীকৃত এ দিবসটি ১৯৭৪ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।