০৪ জুন ২০২২, ১৩:২২
ছাত্রী হলের রুম দখল করতে গিয়ে ছাত্রলীগ নেত্রীর শিক্ষার্থীকে মারধর!
রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ছাত্রীদের নতুন আবাসিক হলের (ফাতেমা হল) রুম দখল করতে গিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তার শেলী মারামারিতে জড়িয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় হামলায় নতুন হলের দুই আবাসিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত দুই শিক্ষার্থীর নাম নুসরাত জাহান বাঁধন ও তাসনুবা তাবাসুম মৌ। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তার শেলী গণমাধ্যমকে বলেন, ‘আমি নতুন সভাপতি হয়েছি। সে জন্য ১০-১৫ জন মেয়ে নিয়ে সেক্রেটারি ব্লক পরিদর্শনে যাই। প্রথম ও দ্বিতীয় তলায় কোনো সমস্যা হয়নি। কিন্তু তৃতীয় তলায় গেলে বাঁধন উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলতে থাকে। এ সময় তার সঙ্গে কথা কাটাকাটি হয়। তবে বাঁধনকে মারধর করা হয়নি।’
এ বিষয়ে জানতে বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীবা আক্তার সাইমুনের সঙ্গে মুঠোফোনে কথা হলে গণমাধ্যমকে তিনি বলেন, ‘কিছুই হয়নি, কোনো সমস্যা নেই। সব ঠিক হয়ে গেছে।’