৩১ মে ২০২২, ২০:৩১

গ্রীষ্মকালীন ছুটিতেও জবিতে চলবে পরীক্ষা 

জবি   © সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন। তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে ও চলমান পরীক্ষা কার্যক্রমও চালু রাখতে পারবে।

মঙ্গলবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ৫ জুন (রবিবার) থেকে ৯ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে এ সময় পরীক্ষা নেওয়াসহ অন্যান্য দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।

এদিকে একাডেমিক হিসেবে গ্রীষ্মকালীন ছুটি ৫ দিনের হলেও সরকারি ছুটিসহ শিক্ষার্থীরা মোট ৯ দিন ছুটি পাচ্ছে।