৪র্থ বর্ষের পরীক্ষার আগেই মাস্টার্স পরীক্ষার তারিখ দিল ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের সেশনজট নিরসনকল্পে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছয় মাসের সেমিস্টার চার মাসে এবং বছরভিত্তিক সেশনকে আট মাস করা হয়েছে। ওই নির্দশনার আলোকে ২০২১ সালের ৪র্থ বর্ষের (২০১৭-১৮) অনার্স পরীক্ষায় উত্তীর্ণদের মাস্টার্স-২০২২ পরীক্ষারও সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মাস্টার্সের সম্ভাব্য তারিখের বিষয়ে সাত কলেজ সংশ্লিষ্টদের মতামত জানতে চাওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে সৃষ্ট সেশনজট নিরসনকল্পে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সদা তৎপর।
তারই প্রেক্ষিতে পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস গত ২৫ অক্টোবর ২০২১ তারিখে বিজ্ঞপ্তির মাধ্যমে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ভর্তিকৃত) শিক্ষার্থীদের ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল ২৫-০৬-২০২২। পরবর্তীতে উক্ত সম্ভাব্য তারিখ অনুযায়ী ২০২১ সনের ৪র্থ বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।
আরও পড়ুন: ১২ মাসের অনার্স ৮ মাসে, মাস্টার্সের বিষয়ে সাত কলেজের মত চেয়েছে ঢাবি
সাত কলেজ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে দেয়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বার্ষিক কোর্স পদ্ধতির ক্ষেত্রে ১২ মাসের পরিবর্তে ৮ মাসে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয় (কপি সংযুক্ত)। উক্ত সিদ্ধান্তের আলোকে যারা ২০২১ সনের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হবে, তাদের মাস্টার্স-২০২২ পরীক্ষা আগামী ৩০ জুলাই ২০২৩ তারিখে গ্রহণ করার জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
আলোচ্য বিষয়ে আপনার সহযোগিতা একান্ত কাম্য। উল্লিখিত বিষয়ে আপনার সুচিন্তিত মতামত আগামী ৩০ মে ২০২২ তারিখের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে প্রেরণ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
এর আগে, গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের (২০১৭-১৮) রুটিন প্রকাশ করে ঢাবি। প্রকাশি রুটিনে দেখা গেছে, সম্ভাব্য তারিখ অনুযায়ী আগামী ২৫ জুন থেকে এ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিন মাসব্যাপী এ পরীক্ষা শেষ হবে আগামী আগামী ৮ আগস্ট।