আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুত ববি উপাচার্যের শােক

আবদুল গাফ্ফার চৌধুরী
আবদুল গাফ্ফার চৌধুরী  © ফাইল ছবি

একুশে  পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট ও ঔপন্যাসিক আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শােক জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাে. ছাদেকুল আরেফিন। 

এক শােক বার্তায় উপাচার্য বলেন,  আবদুল গাফ্ফার চৌধুরী শুধুমাত্র একজন সাংবাদিক, কলামিষ্ট কিংবা ঔপন্যাসিকই ছিলেন না, তিনি একজন ভাষা সৈনিক, কবি ও নাট্যকারসহ বহুগুনের অধিকারী ছিলেন। এমন একজন গুনীজনের প্রয়াণে যে শূন্যেতা তৈরি হয়েছে তা অপূরণীয়। 

উপাচার্য  মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাঁর শােকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 

আরও পড়ুন: ছাত্রজীবনে আর্থিক অনটনে ছিলেন গাফ্‌ফার চৌধুরী, কর্মজীবন শুরু ৭০ টাকায়

উল্লেখ্য, একুশের গানের রচয়িতা ভাষা সৈনিক আবদুল গাফফার চৌধুরী লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন৷ এসময় তার বয়স হয়েছিল ৮৮ বছর৷


সর্বশেষ সংবাদ