শর্ত সাপেক্ষে প্রমোশন পাচ্ছেন সাত কলেজের তিন বর্ষের শিক্ষার্থীরা

সাত কলেজ
সাত কলেজ  © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের তিনটি বর্ষের ৩ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে প্রমোশন পাচ্ছেন। সোমবার (১৬ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, করোনা মহামারির কারণে ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিভিন্ন পরীক্ষায় ৩ (তিন) বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের মানোন্নয়নের সুযোগ দিয়ে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করা হবে।

গত ১২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাবির প্রাে-উপাচার্য (শিক্ষা) ও অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সভায় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাে. আব্দুস ছামাদ, সাত কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন। এইসব হাই সকলেই সর্বসম্মতভাবে তিন বছর শিক্ষার্থীদের করোনা বিবেচনায় শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে প্রমোশনের সুযোগ দেয়ার বিষয়ে একমত পোষণ করেন।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর রাজধানীর সাত সরকারি কলেজের প্রমোশনের নিয়ম পাল্টানোর ফলে পরীক্ষার খাতার যথাযথ মূল্যায়ন না হওয়ায় তারা গণহারে অকৃতকার্য হচ্ছেন। আন্দোলনের মুখে গত মাসের শেষে সাত কলেজ প্রশাসন স্নাতক (সম্মান) প্রথম ও দ্বিতীয় পর্বে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যদের প্রমোশনের সুযোগ দিলেও তিন বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীরা প্রমোশনের দাবি জানিয়ে আসছিলেন।


সর্বশেষ সংবাদ