সাত কলেজে অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ শুরু ৮ মে

লোগো
লোগো  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের (২০১৭-২০১৮) ফাইনাল পরীক্ষার ফরম পূরণ আগামী ৮ মে থেকে শুরু হবে। 

রবিবার (১ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনার্স ৪র্থ বর্ষ ২০২১ পরীক্ষার ফরমপূরণ আগামী ০৮/০৫/২০২২ তারিখে আরম্ভ হবে। 

আরও পড়ুন: জিপিএ-৫ আড়াই লাখ, পরীক্ষার সুযোগ পাবে ৩৫ হাজার

এছাড়া এ বিষয়ে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য সাত কলেজের  ওয়েব সাইট (7college.du.ac.bd) থেকে জানা যাবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং অন্যান্য যাবতীয় তথ্য ওয়েবসাইটে পরে জানানো হবে।


সর্বশেষ সংবাদ