কাল থেকে কুবিতে ছুটি শুরু, বন্ধ থাকবে আবাসিক হল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

মে দিবস, শবে ক্বদর, ইদ উল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী রবিবার থেকে বন্ধ থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। এছাড়া কাল থেকে বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও।

বৃহস্পতিবার বিকেলে (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী। 

তিনি জানান, রবিবার থেকে আগামী ১৫ মে রবিবার পর্যন্ত আমাদের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে হলগুলো খোলা থাকবে কিনা এ ব্যাপারে কোন সিদ্ধান্ত হয় নি। 

আরও পড়ুন: ‘তেঁতুলতলা মাঠে আর কোনো ভবন হবে না’

এদিকে হল খোলা থাকার ব্যাপারে কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ ড. মিহির লাল ভৌমিক বলেন, আমরা হলগুলোতে নোটিশ দিয়েছি। আগামীকাল থেকে বন্ধ থাকবে  হলগুলো এবং ছুটি শেষ হওয়ার দুইদিন আগে খুলে দেওয়া হবে। এসময় হলে কোন শিক্ষার্থী অবস্থান করে যদি কোন দূর্ঘটনার শিকার হয় তাহলে সেই দায় হল কতৃপক্ষ নিবে না। 

উল্লেখ্য, গত ২১ এপ্রিল  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে গেলেও ২৮ এপ্রিল পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সর্বশেষ সংবাদ