গবেষণায় অনুদান পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
গবেষণার জন্য প্রায় ৫ লাখ টাকা অনুদান পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর কায়ছার এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. ঈশিতা হায়দার।
জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের এই অনুদান দেওয়া হচ্ছে। ‘‘ইনভেস্টিগেশন অফ পপুলার ফোক কালচার অফ বরিশাল অ্যান্ড প্লানিং প্রিসারভেশন পলিসি’’ শীর্ষক গবেষণা প্রকল্পের জন্য ৪ লাখ ৯৪ হাজার টাকার অনুদান পাবেন৷
গত ১৩ এপ্রিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শরীফ নজরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: চাঁবিপ্রবি জমি অধিগ্রহণে ৩৬০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে
ছয় মাসের প্রজেক্টে এ গবেষণায় নেতৃত্ব দেবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর কায়ছার। সাথে থাকবেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. ঈশিতা হায়দার।
গবেষণা বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মো. তানভীর কায়ছার বলেন, গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে অবদান রাখতে চাই। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধিতে অনু পরিমান ভূমিকা রাখতে পারলেও নিজেকে ধন্য মনে করবো।