১৭ এপ্রিল ২০২২, ১১:০৩

দুটি কিডনিই বিকল বেরোবি শিক্ষার্থী বীনার, প্রয়োজন ২০ লাখ টাকা

দুটি কিডনিই বিকল বেরোবি শিক্ষার্থী বীনার, প্রয়োজন ২০ লাখ টাকা
বীনা রানী  © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্রী বীনা রানী। তৃতীয় বর্ষে থাকাকালীন ২০২০ সালে ধরা পড়ে কিডনি রোগ। সময়ের সাথে নষ্ট হয় দুটি কিডনিই। চিকিৎসকরা বলছেন, বীনাকে বাঁচানোর একমাত্র উপায় কিডনি প্রতিস্থাপন।

এজন্য প্রয়োজন ২০ লাখেরও বেশি টাকা। মধ্যবিত্ত পরিবারের পক্ষে যা যোগান দেয়া সম্ভব নয়। তাই অর্থ সংগ্রহে মাঠে নেমেছেন তার সহপাঠীরা। ক্লাস রুম কিংবা ক্যাম্পাসে থাকার কথা ছিল বীনা রানীর। অথচ হাসপাতালের বিছানায় বেঁচে থাকার আকুতিতে দিন কাটছে এই শিক্ষার্থীর।

বীনা রানীর বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বীনার বাবা দীনেশ চন্দ্র রায়। তিনি কৃষিকাজ করেন। বীনা পাঁচ ভাই-বোনের মধ্যে চতুর্থ। বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। এক ভাই মাস্টার্স শেষ করে বেকার। অন্য ভাই দেবীগঞ্জ কলেজে এইসএসসির শিক্ষার্থী।

রংপুর কমিউনিটি মেডিকেলের নেফ্রোলজি বিভাগীয় প্রধান ডা. মোবাশ্বের আলম সুজা বলেন, আমরা চেষ্টা করছি বীনার কিডনিটি দ্রুত প্রতিস্থাপন করতে। যদি অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করা যায় তাহলে বীনা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।

আরও পড়ুন: পুষ্পা সিনেমার আলোচিত রক্তচন্দনের দেখা মিললো বাংলাদেশে

বীনার বড় ভাই নির্মল চন্দ্র রায় বলেন, বীনার কিডনিতে সমস্যা ধরা পড়ার পর দুই বছর ধরে চিকিৎসা চলছে। গত বছর ভারতও নিয়ে যাওয়া হয়েছিল। জমানো ও জমি বিক্রির প্রায় দশ লাখ টাকা চিকিৎসার পেছনে খরচ হয়েছে। এখন প্রতি মাসে চিকিৎসা ও ওষুধ বাবদ ২০ হাজার টাকারও বেশি খরচ হচ্ছে। ডাক্তাররা জানিয়েছেন, শেষ মুহূর্তে কিডনি সমস্যা ধরা পরেছে। এখন দ্রুত কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। বাবা-মা কিডনি দিতে রাজি হয়েছে। কিন্তু কিডনি প্রতিস্থাপনের আগে ও পরে সব মিলে ২০ লাখ টাকার প্রয়োজন। এ অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি

বীনার সহপাঠীরা বলছেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি। মাঠ পর্যায়ে সকলের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করছি। যদি সমাজের বিত্তবানরা বীনার জন্য এ গিয়ে আসেন তবে ভবিষ্যতে বীনা দেশ ও সমাজের জন্য অবদান রাখতে পারবে।

বীনাকে সাহায্য পাঠানোর ঠিকানা: বীনা রানী, হিসাব নং- ২০৫০৩৮৭০২০০২৬০৩১৭, ইসলামী ব্যাংক, দেবিগঞ্জ শাখা, পঞ্চগড়। বিকাশ ও নগদ নম্বর: ০১৭০৫৮৩১৯৯১।