শিক্ষক সমিতির আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্ট শুরু
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। সোমবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মো: জালাল উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির, ছাত্র উপদেষ্টা তপন কুমার সরকারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদের টিম- কলা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন। তবে টুর্নামেন্টে আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ মিলে একটি টিম এবং চারুকলা ও কলা অনুষদকে একটি টিম করা হয়েছে।
আরও পড়ুন: শিক্ষকের কটূক্তি, লাইভে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যার চেষ্টা
দিনের প্রথম ম্যাচে সামাজিক বিজ্ঞান অনুষদের মুখোমুখি হয় ব্যবসায় প্রশাসন অনুষদ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৪৯ রান করে সামাজিক বিজ্ঞান অনুষদ। জবাবে ৮ ওভারেই সহজ জয় পায় ব্যবসায় প্রশাসন দল।
এদিকে দ্বিতীয় ম্যাচে টসে জিতে রানের পাহাড় গড়ে কলা অনুষদ। নির্ধারিত ১০ ওভারে ১০৩ রান তুলে শিক্ষকদের এ দলটি। জবাবে বিজ্ঞান অনুষদ ১০৪ রানের লক্ষ্যে নেমে স্কোরবোর্ডে ৬৯ রান যোগ করতেই ১০ ওভার শেষ হয়ে যায়। ৩৪ রানের জয় পায় কলা অনুষদ।
টুর্নামেন্টের ফাইনালে আগামীকাল মাঠে নামবে কলা অনুষদ বনাম ব্যবসায় প্রশাসন অনুষদ দল।