২৩ মার্চ ২০২২, ২৩:০৫

রায় না মানায় বিশ্ববিদ্যালয় শিক্ষিকার পদত্যাগ

জনি পারভীন ও তার পদত্যাগপত্র  © ফাইল ফটো

আদালতের রায় অনুযায়ী বিভাগীয় প্রধানের পদ না দেয়ায় পদত্যাগ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনি পারভীন।

বুধবার (২৩ মার্চ) বেরোবি রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরী বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগ পত্রে সহযোগী অধ্যাপক জনি পারভীন জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও কাল্পনিক অভিযোগের ভিত্তিতে অপসারণ করা হয়। পরবর্তীতে আদালত বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই আদেশ স্থগিত করে এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে আমার কোনোরুপ বিঘ্ন ঘটাতে বারণ করে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আদালতের ওই রায় মানেনি। আমাদের দুইজন শিক্ষকের প্রতি নানা রকম হটকারী ও নিয়ম বহির্ভূত সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে আমাদের শিক্ষা কার্যক্রম থেকে বিরত রাখা হচ্ছে। 

এই বিষয়গুলো বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে জানালেও কোনো প্রতিকার মেলেনি। এই অবস্থায় আদালতের রায় বাস্তবায়নে অসহযোগিতা করায় প্রশাসনের অংশীদার হওয়াকে আমি অনৈতিক বিবেচনায় আমি শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট থেকে পদত্যাগ করলাম।