১৯ মার্চ ২০২২, ১৫:৩৯

‘বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য জ্ঞান সৃজন, বিতরণ ও সংরক্ষণ’

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের  © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তিন লক্ষ্যের কথা জানিয়েছেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য জ্ঞান সৃজন, জ্ঞান বিতরণ এবং জ্ঞান সংরক্ষণ। এই গুরুত্বপূর্ণ দিকগুলো যথাযথভাবে এবং দ্রুত বাস্তবায়নে ই-নথি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে।

শুক্রবার (১৮ মার্চ) খুলনা বিশ্ববিদ্যালয়ে ৯ দিনব্যাপী ই-নথি শীর্ষক শিক্ষক ও কর্মকর্তাদের ওরিয়েন্টেশনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রফেসর আবু তাহের বলেন, ২০০৮ সালে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিলো ডিজিটাল বাংলাদেশ গঠন। ইতোমধ্যে দেশ এক্ষেত্রে অনেক এগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ও দূরদর্শীতার ফলে দেশ করোনা মহামারির মধ্যে স্থবিরতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।

‘‘ডিজিটাল সুবিধার ফলে রাষ্ট্র ও সরকার পরিচালনায় সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সরকারি-বেসরকারি কার্যক্রম এ সময় সচল ছিলো। বিশেষ করে শিক্ষাকার্যক্রম সশরীরে বন্ধ থাকলেও তা অনলাইনে এবং পরে ব্লেন্ডিং পদ্ধতিতে চালিয়ে নেওয়া সম্ভব হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশে ডিজিটাল কর্মসূচি সকল ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।’’

তিনি বলেন, ই-নথি কার্যক্রমের ফলে সরকারের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন দ্রুততার সাথে সম্পন্ন হচ্ছে। সকলক্ষেত্রে ম্যানুয়াল প্রথা থেকে ই-নথি চালু হলে দেশ নির্ধারিত ৪১’ সালের আগেই উন্নত রাষ্ট্রে উন্নীত হবে।

আরও পড়ুন: দেড় বছরের ক্ষতি পুষিয়ে নিতে সময় লাগবে: খুবি উপাচার্য

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে খুবি ভিসি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে পেপারলেস বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে নানামূখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে বেশকিছু পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে এবং আরও কিছু কাজ চলমান রয়েছে। ই-নথি প্রচলনের জন্য ওরিয়েন্টেশন তারই অংশ। আমরা খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে ই-নথি ব্যবস্থাপনা প্রচলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কাজ গতিশীল করতে সক্ষম হব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান এবং কমিশনের আইএমসিটির পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। এর আগে পাওয়ার পয়েন্টে খুলনা বিশ্ববিদ্যালয়ের অন লাইন ভিত্তিক কার্যক্রম, গৃহীত পদক্ষেপ ও উদ্যোগ সম্পর্কে উপস্থাপন করেন ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ সোহেল মাহমুদ শের। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, শাখা ও অফিসের প্রশিক্ষণার্থী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।