বেরোবি বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হকের বিদায় সংবর্ধনা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর বাংলা বিভাগের পক্ষ থেকে বিদায়ী অধ্যাপক ড. মো. নাজমুল হককে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (১৬ মার্চ) বিকেলে বেরোবির কবি হেয়াত মামুদ ভবনের সামনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেয়া হয়।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, বাংলা বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
আরও পড়ুন: স্কুলছাত্রীদের নিয়ে কোডিং প্রতিযোগিতা, বিজয়ীরা পাবে ৬০ হাজার টাকা পুরষ্কার
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. নাজমুল হককে সম্মাননা স্মারক প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হাসিবুর রশীদ।।
উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সর্বপ্রথম শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হক। তিনি একাধারে নজরুল সংগীত শিল্পী, চিত্রশিল্পী এবং গবেষক। এছাড়া বাংলাদেশের একমাত্র রক্স মিউজিয়ামের প্রতিষ্ঠাতাও তিনি।