১৫ মার্চ ২০২২, ১৫:০৩

রং তুলিতে নদীমাতৃক বাংলাদেশ

চিত্রাঙ্কন প্রতিযোগিতা   © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রং তুলির আঁচড়ে ক্ষুদে শিল্পীরা ‘নদীমাতৃক বাংলাদেশ’ চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলেন।

মঙ্গলবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসির করিডোরে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়। এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীরা ক্যানভাসে-ক্যানভাসে মহান নেতা বঙ্গবন্ধুকে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন। রং তুলির আঁচড়ে আঁচড়ে চিত্রিত হয়ে ওঠে জাতির জনকের মুখচ্ছবি ও নানাদিক। রং-তুলিতে উঠে আসে শহীদ মিনার, মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারকসহ নদীমাতৃক সোনার বাংলার প্রতিচ্ছবি।

অনুষ্ঠানে আগত অভিভাবক, দর্শনার্থী থেকে শুরু করে আয়োজকরাও শিশুদের এ চিত্রকর্ম দেখে মুগ্ধ হন।

জানা গেছে, তিন ক্যাটাগরির ক ক্যাটাগরিতে শিশু শ্রেণি হতে ২য় শ্রেণির ছাত্র-ছাত্রীদের ‘গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য’, খ ক্যাটাগরিতে তৃতীয় শ্রেণি হতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিষয় ‘নদী মাতৃক বাংলাদেশ’ এবং গ ক্যাটাগরিতে ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : স্বাধীনতা পদক পেলেন ১০ বিশিষ্ট ব্যক্তি

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান, ১৭ মার্চ উদযাপন আহ্বায়ক ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, মুজিববর্ষ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন। এসব শিক্ষার্থীরা দেশকে আরও সমৃদ্ধ করে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক ধারায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখবে।