০৮ মার্চ ২০২২, ১৭:০৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল থেকে ককটেল উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের আবাসিক হল থেকে দুটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিন বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী আবাসিক হল থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল দুটি উদ্ধার করে পুলিশ। পরে সেগুলোকে নিষ্ক্রিয় করে পুলিশ।
জানা যায়, সোমবার সকালে আবাসিক হলের ২য় তলার বাথরুমে লাল টেপে মুড়ানো দুটি ককটেল লক্ষ্য করেন নির্মাণ শ্রমিকরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে তা উদ্ধার করে।
এ ব্যাপারে রাবি প্রক্টর আসাবুল হক জানান, আবাসিক হল থেকে দুটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করা হয়েছে। কে বা কারা ককটেলগুলো রেখেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।