তরুণ শিক্ষকরা গবেষণায় নিবেদিত হলে দেশ দ্রুত এগিয়ে যাবে: উপাচার্য
- খুবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ মার্চ ২০২২, ১০:২৭ PM , আপডেট: ০২ মার্চ ২০২২, ১০:৫৯ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেছেন, তরুণ শিক্ষকরা গবেষণায় নিবেদিত হলে দেশ দ্রুত এগিয়ে যাবে। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় প্রায় তিন কোটি টাকা গবেষণায় বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তীতে তা আরও বৃদ্ধি করা হবে।
বুধবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনে ইংরেজি ডিসিপ্লিনের স্মার্ট ক্লাস রুমে এ মন্তব্য করেন উপাচার্য।
খুবি উপাচার্য বলেন , স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারও শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শিক্ষা ও গবেষণা ত্বরান্বিত করতে সরকার প্রতিনিয়ত বরাদ্দ বৃদ্ধি করছে।
তিনি আরও বলেন, এখন সময় পাল্টেছে, দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আসছে। পড়াতে হলে কিভাবে পড়াতে হবে, তা জানা খুবই জরুরি। বিশেষ করে শিক্ষকদের গবেষণা করা জরুরি।
এর আগে, সকালে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে তরুণ শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী মডিউল-২ ‘টিচিং, লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
আরও পড়ুন: আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করল বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা
এ সময় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. জিয়াউল হায়দারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৪০ জন তরুণ প্রভাষক ও সহকারী অধ্যাপক অংশগ্রহণ করেন।