২৭ ফেব্রুয়ারি ২০২২, ২২:২৪

ববির নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু, র‌্যাগিংয়ের অভিযোগ পেলে ব্যবস্থা

ববিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু, র‌্যাংগিংয়ের অভিযোগ পেলে ব্যবস্থা  © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের বিভাগগুলোর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর আগামী মার্চ মাসে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এদিকে, ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের আগমন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুনদের বরণ করে নেয়ার বিষয়ে বরাবরই বেশ আন্তরিক।

এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বর্তমান শিক্ষার্থীসহ সকল নতুন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার পরামর্শ দেয়া হচ্ছে। একইসঙ্গে সবাই যেন সতর্ক থাকতে হবে। কোন শিক্ষার্থী কারো দ্বারা কোনরকম হয়রানি বা র‌্যাংগিংয়ের শিকার না হয়। এ সম্পর্কে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: সাফল্যের ১১ বছর পেরিয়ে প্রাণের বরিশাল বিশ্ববিদ্যালয়

সুনির্দিষ্ট তথ্য থাকলে বা কেউ র‌্যাগিংয়ে কিংবা হয়রানির শিকার হলে প্রক্টর অফিস, ছাত্র- নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালককে অবহিত করার পরামর্শ দেয়া হয়।

এদিন সকাল থেকেই নবীন শিক্ষার্থীদের পদচারণা মুখরিত ছিল ক্যাম্পাস। নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নিতে নব-নব রূপে সেঁজেছিল বিভাগগুলো। বেলুন, ফেস্টুন, রং-তুলিতে সেজেছিল বিভাগগুলো। বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর, ক্যাফেটেরিয়া, মুক্তমঞ্চ, তালতলাসহ ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে নবীন শিক্ষার্থীদের উৎসবমুখর পদচারণা ছিল।

একাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থী শাহরিয়ার আলম বলেন, দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকার পর আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা শুরু হয়। সেই পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আজ থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। আমি সেই ক্লাসের একজন শিক্ষার্থী হতে পেরে আনন্দিত।