২৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৯

বশেমুরপ্রবি শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ববিতে মশাল মিছিল

মশাল মিছিল  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি-ক্যাফেটেরিয়া হয়ে উপাচার্যের বাংলোর সামনে এসে শেষ হয়।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে গণ ধর্ষণের মত এ রকম একটা জঘন্য অভিজ্ঞতার মধ্য দিয়ে একজন শিক্ষার্থীকে যেতে হবে এমনটা কোনোভাবেই কাম্য না। শুধু বিশ্ববিদ্যালয় নয়, গোটা দেশের কোনো স্থানকেই আমরা নারীর জন্য নিরাপদ বানাতে পারিনি। নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে পারিনি এতগুলো বছরেও। নারীকে হেয় করার মধ্য দিয়ে এই সমাজ নিজেকেই খাটো করে চলেছে প্রতিনিয়ত। নারীর প্রতি এই নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে না পারলে শুধু ফাঁসি দিয়ে ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়, ধর্ষণ প্রতিরোধে দরকার একটা সর্বাত্মক সামাজিক আন্দোলন। যে আন্দোলন আমাদেরকে নারীকে দেখার চোখ বদলে দেবে। এই ঘটনার পরেই সেই সর্বাত্মক সামাজিক আন্দোলন শুরু হয়ে যাবে এরমটা প্রত্যাশা করার সুযোগ নেই। তবে এটা শুভারম্ভ হতে পারে! যে সমাজে আর কোনো নারীকে এই অমানবিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে না সেরকম একটা সমাজ বিনির্মানের চেষ্টাটা এখনই শুরু করতে হবে।

উল্লেখ্য, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে গণধর্ষণের করে দূর্বৃত্তরা। এর প্রতিবাদে শিক্ষার্থী দিনভর আন্দোলন করলে সন্ধ্যায় তাদের ওপর হামলা চালায় স্থানীয়রা।