১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৬

শিক্ষার সুযোগ বৃদ্ধি করা হবে: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য

ইউজিসি চেয়ারম্যানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।  © সংগৃহীত

শিক্ষা সংশ্লিষ্ট কাজের সুযোগ বৃদ্ধির জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কাজ করে যাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনে চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর এ কথা জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য - অধ্যাপক ড. মো. আবু তাহের, মো. সিরাজ উদ্দিন এবং অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র। সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের নতুন বছরের ডায়েরী, ডেস্ক ও দেয়াল ক্যালেন্ডার শুভেচ্ছা স্মারক হিসেবে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যদের হাতে তুলে দেন।

আরও পড়ুন: কেন্দ্রে গেলেই মিলবে টিকা, লাগবে না নিবন্ধন

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ইউজিসির চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া, ইউজিসির অন্যান্য সদস্যরা উপাচার্যকে আশ্বাস দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের লেখা পড়ার মান অক্ষুণ্ন রেখে সার্বিক উন্নয়নে ইউজিসি সহায়তা দেবে।

উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর জানান, নজরুল বিশ্ববিদ্যালয় সবসময় আইনের প্রতি সজাগ দৃষ্টি রেখে ছাত্রদের শিক্ষা, শিক্ষকদের গবেষণা এবং আন্তর্জাতিক পরিমন্ডলে শিক্ষা সংশ্লিষ্ট সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে আসছে, ভবিষ্যতে এই প্রক্রিয়া আরও জোরালো করা হবে।