সাত কলেজের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তির চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে অধিভুক্ত কলেজ সমূহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্য দিয়ে স্নাতক ১ম বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির মেধাতালিকা প্রকাশ শেষ হলো।
শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট এ লগইন করে বিষয় ও কলেজ মনোনয়নের ফলাফল দেখতে পারবেন।
আরও পড়ুন: ইসি গঠনে প্রস্তাবিত নামের তালিকায় ইলিয়াস কাঞ্চন
ভর্তি নির্দেশনায় বলা হয়েছে, চূড়ান্ত তালিকায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ভর্তির অবশিষ্ট টাকা দ্বিতীয় কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে। দ্বিতীয় কিস্তির টাকা জমা নেওয়ার ক্ষেত্রে প্রথম কিস্তির জমাকৃত টাকা স্বয়ংক্রিয়ভাবে তাতে সমন্বয় করা হবে।
এছাড়াও দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধের পর রশিদে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে সশরীরে হাজির হয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।