কুবিতে সশরীরে প্রথমবর্ষের ক্লাস শুরু ২৭ ফেব্রুয়ারি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে সশরীরে ক্লাস শুরু হতে যাচ্ছে ২৭ ফেব্রুয়ারি থেকে।
রোববার (৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস বন্ধের সময়সীমা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা চলমান থাকবে।
এর আগে, এবছর বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের মোট ১৯টি বিভাগের স্নাতক প্রথমবর্ষে প্রতি আসনে বিপরীতে আবেদন করেছিলেন ৪০ জন ভর্তিচ্ছু। তিন ইউনিটে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৪১ হাজার ৩২৪ জন ভর্তিচ্ছু।
গত ২ জানুয়ারি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছে যা এখন প্রায় শেষ পর্যায়ে। তবে এখনো ফাঁকা রয়েছে ২১০টি আসন। তাই চতুর্থবারের মতো সাক্ষাৎকার ও ভর্তির সময় বাড়ানো হয়।