নজরুল বিশ্ববিদ্যালয়ে চলছে মার্শাল আর্ট প্রশিক্ষণ
মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মার্শাল আর্ট প্রশিক্ষণের আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ক্যাম্পাস। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে প্রশিক্ষণ শুরু হয়।
তিন মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। কর্মশালাটিতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়েরই চারুকলা বিভাগের শিক্ষার্থী জবা রায়। তিনি ২০১৫ সাল থেকে বাংলাদেশ সিতো-রিউ কারাতে দো- এর ময়মনসিংহ শাখা থেকে সিতো-রিউ স্টাইল এবং কিক বক্সিং স্টাইলে প্রশিক্ষণ নিচ্ছেন।
আরও পড়ুন: জীবন দক্ষতা প্রশিক্ষণ পেয়েছে ১৯ হাজারেরও বেশি কিশোর-কিশোরী
তিনি বলেন, মেয়েরা বিভিন্ন সময় খারাপ পরিস্থিতির শিকার হয়। সেই পরিস্থিতি থেকে বাঁচতে মেয়েদের মার্শাল আর্ট শেখা জরুরী। এছাড়াও মন ও শরীরকে সুস্থ রাখতে মার্শাল আর্টের ভূমিকা রয়েছে।
আরও পড়ুন: করোনা অজুহাতে ৩ মাসের প্রশিক্ষণ ভাতা কাটল পিটিআই
প্রশিক্ষণে অংশ নিয়ে আরেক শিক্ষার্থী পাপিয়া চাকমা বলেন, শরীরচর্চা নিয়ে আমি খুবই আগ্রহী। এখানে দুদিন অনুশীলন করে আত্মরক্ষার নানারকম কৌশল শিখেছি। আশা করি, পুরো প্রশিক্ষণটি শেষ করতে পারলে আমার আত্মবিশ্বাস আরো বাড়বে।