০৯ জানুয়ারি ২০২২, ২০:১৭

কুবিতে সপ্তাহব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন

সপ্তাহব্যাপী বাংলা উৎসবের র‌্যালি  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সপ্তাহব্যাপী শুরু হয়েছে বাংলা উৎসব। বাংলা বিভাগের সহযোগী সংগঠন ভাষা-সাহিত্য পরিষদের আয়োজনে আজ রবিবার (৯ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি ব্যাডমিন্টন কোর্টে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

আরও পড়ুন: ১৫ জানুয়ারির পর টিকা ছাড়া স্কুল-কলেজে যাওয়া বন্ধ

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, বাংলা বিভাগের  সভাপতি অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, অধ্যাপক ড. আহমেদ মওলা, সহযোগী অধ্যাপক ড. তসলিমা খাতুন , ড. মোকাদ্দেস-উল-ইসলাম ও ড. রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, প্রভাষক সুমনা আক্তার ও সিনথিয়া মুমু এবং ভাষা-সাহিত্য পরিষদের সহ সভাপতি নূর উদ্দিন রাসেলসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী বাংলা উৎসবের এ আয়োজনে এদিন বালিশ খেলা, দেশাত্মবোধক গান, হাড়িভাঙ্গা, রবীন্দ্র সংগীত, বস্তা দৌড়, কার্ড খেলা, জোড় পায়ে দৌড়, দাবা ও নজরুল সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।