এখনও কোন সিদ্ধান্ত নেয়নি জবি: উপাচার্য
করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় এখনও কোন সিদ্ধান্ত নেয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। তবে আগামীতে কোন সিদ্ধান্ত নেওয়া তা জানানো হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন তিনি।
উপাচার্য বলেন, করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় এখনও কোন সিদ্ধান্ত নেয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়।প্রশাসন বসে (মিটিং করে) কোন সিদ্ধান্ত নেওয়া হলে তা পরবর্তীতে জানানো হবে।
এদিকে দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে, শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধের করতে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানানো হয়েছে।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এখনই বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ করে দেয়ার মত পরিস্থিতি হয়নি। যেহেতু আমাদের হলগুলো খোলা রয়েছে, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে আমাদের ক্লাস-পরীক্ষাগুলো চলমান থাকবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জানায়, করোনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেশের অন্যান্য স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই সশরীরে ক্লাস-ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নিতে পারবে।
এ বিষয়ে ইউজিসি সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, করোনা সংক্রমণের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত ইউজিসি থেকে দেওয়া হবে না। তবে এ সংক্রান্ত কোন নির্দেশনা সরকারের কাছে আসলে আমরা তা পাবলিক বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের জানিয়ে দেবো। তাছাড়া সশরীরে ক্লাস-ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই নেবে।