০৬ জানুয়ারি ২০২২, ১৮:০৬

খুবির ক্লাস শুরু ১৬ জানুয়ারি, পরীক্ষা ২২ মে

খুলনা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সকল ডিসিপ্লিনের সকল বর্ষের প্রথম টার্মের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে। প্রণীত এ ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস শুরু ১৬ জানুয়ারি আর পরীক্ষা ২২ মে অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার ( ০৬ জানুয়ারি)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: টিকা না নিলে স্কুলে যেতে পারবে না শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের পুরাতন সম্মেলন কক্ষে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ ক্যালেন্ডার চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

জানা যায়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে র প্রণীত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস শুরু ১৬ জানুয়ারি, যা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। কোর্স রেজিস্ট্রেশন (জরিমানা ছাড়া) ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত, কোর্স রেজিস্ট্রেশন (জরিমানাসহ) ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ২৪ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত (শব-ই কদর, জুমাতুল বিদা, মে দিবস, ঈদ-উল ফিতর ও বুদ্ধ পূর্ণিমার ছুটিসহ), পরীক্ষা ২২ মে থেকে ১৮ জুন পর্যন্ত। টার্ম ব্রেক ও পরীক্ষার ফলাফল প্রকাশ ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত।

আরও পড়ুন: জাবিতে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।