ফেসবুকে শিক্ষক নিয়োগের আবেদন, ‘অসৎ উদ্দেশ্য’ বলছে কর্তৃপক্ষ
সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির সঙ্গে আবেদন করার অপশনও যোগ করা হয়েছে। এতে বিব্রত আবেদকারীরা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, তারা কোন ফেসবুক গ্রুপ-পেজে বিজ্ঞাপন দেয়নি। এসব জায়গায় আবেদন করা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ‘IUian-ইবিয়ান’ নামে একটি পেজে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের সুযোগ রেখেছে তারা। তবে আবেদনের এ প্রক্রিয়াটি বিষয়টি সঠিক নয় বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা যায়, ‘IUian-ইবিয়ান’ নামে একটি ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে তারা আবেদনের সুযোগও রেখেছে। তবে ফেসবুকে কোনো বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেনি এবং ফেসবুকে আবেদনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মূলত এ নিয়োগ বিজ্ঞপ্তিটি সঠিক। যেকেউ এ বিজ্ঞাপন প্রচার–সত্ত্ব রাখেন। তবে আবেদনগ্রহণের সত্ত্ব কেবল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এ কারণেই ‘IUian-ইবিয়ান’ নামের ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রচারিত বিজ্ঞপ্তির সঙ্গে আবেদন প্রক্রিয়ার যোগ করায় সমস্যার সৃষ্টি হয়েছে।
আইসিটি সেলের পরিচালক অধ্যাপক আহসানউল হক আম্বিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি অনুমোদনের পর যে কেউ প্রচার/প্রকাশ করতে পারে। কিন্তু কেউ এই বিজ্ঞপ্তি প্রকাশ করে সিভি/আবেদন সংগ্রহ করতে পারে না। এর পেছনে অসৎ উদ্দেশ্য থাকতে পারে বলে আমি মনে করি। আজকে ফেসবুক গ্রুপে প্রকাশিত বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ইতিমধ্যে এর সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বলেন, আমরা অফিসিয়ালি এমন কোন কিছু ফেসবুকে দেইনি। আমরা শুধু পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি। কেউ যদি আন-অফিসালি এমন কাজ করে থাকে সেটা ঠিক নয়। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।
উপ-উপাচার্য ড. মাহবুবুর রহমান বলেন, ‘ফেসবুকের মাধ্যমে আমাদের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বা আবেদনের সুযোগ রাখা হয় না। বিষয়টি খোঁজ খবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আমি একটি নিয়োগ বিজ্ঞপ্তির পুনঃঅনুমোদন দিয়ে এসেছি। তবে এরকম কোনো ফেসবুক গ্রুপে এ বিষয়ে বিজ্ঞাপন দিতে বলা হয়নি। এসব স্থানে কেউ আবেদন করে যদি প্রতারিত হয়, তবে সেটা আবেদনকারীদের ব্যক্তিগত বিষয়। তবে তারা কেনো এ ধরনের প্রচারণা করলো, সেটা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।