জবি শিক্ষার্থীদের টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) করোনা টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের  মেডিকেল সেন্টারে আজ রবিবার (৫ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। যা চলমান থাকবে আগামী মঙ্গলবার (৭ ডিসেম্বর) পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে টিকাদান কার্যক্রম।

জানা যায়, যেসব শিক্ষার্থী বাইরের কেন্দ্র থেকে প্রথম ডোজ টিকা (সিনোফার্ম) নিয়েছে তারাও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবে। এর পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্টুডেন্ট পোর্টালে লগইন করে শিক্ষার্থীরা কোন দিন টিকা নিতে চায় সেটি নির্ধারণপূর্বক অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, নির্দিষ্ট ৩ দিনই ক্যাম্পাসে টিকা দেওয়া হবে। ৩দিন অতিক্রম হলে ক্যাম্পাসে আর টিকা দেওয়া হবেনা। কেউ যদি টিকা না নেয় তাকে পরবর্তীতে বাইরে থেকে টিকা নিতে হবে।

উল্লেখ্য, গত ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী টিকা কেন্দ্রে প্রথম ডোজ টিকা (সিনোফার্ম) দেওয়া হয়েছে।প্রথম ডোজ টিকা নিয়েছে ১৯৬০ জন শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ