করোনাভাইরাস

দেড় বছরের ক্ষতি পুষিয়ে নিতে সময় লাগবে: খুবি উপাচার্য

খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন
খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন  © ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের কাজে স্বাভাবিক অবস্থা ফিরলেও করোনাভাইরাসের ক্ষতি পুষিয়ে নিতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। শুক্রবার (০৩ ডিসেম্বর) একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

খুবি উপাচার্য বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেই এ সংকট বিদ্যমান। আমরা এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনার আলোকে কাজ করছি। এ ছাড়া আমাদের নিজস্ব প্রচেষ্টাও আছে। তবে করোনার বন্ধের পর এখন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের কাজে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।

তিনি বলেন, করোনার বন্ধে অনলাইনে ক্লাস নিয়ে কোর্স সম্পন্ন করার পর প্রথম টার্মের ফাইনাল পরীক্ষাও ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। আগামী মাসে দ্বিতীয় টার্মের চূড়ান্ত পরীক্ষা সশরীর অনুষ্ঠিত হবে। গত দেড় বছরের ক্ষতি পুষিয়ে নিতে কিছুটা সময় লাগবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার কথা তুলে ধরে উপাচার্য বলেন, গত ৩১ বছরে এখানে কোনো ছাত্র সংঘর্ষ হয়নি। প্রাণ ঝরেনি। সেশনজট হয়নি। ধারাবাহিক শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে। এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। আমিসহ এখানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী সবাই মিলে এই পরিবেশ সংহত রাখা এবং ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সর্বদা সচেষ্ট।


সর্বশেষ সংবাদ