ইবিতে ‘টিচার্স ইনডেক্স’ অ্যাপের উদ্বোধন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৩তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে ‘টিচার্স ইনডেক্স’ অ্যাপ উদ্বোধন করেছে শিক্ষক সমিতি। এই অ্যাপের মাধ্যমে শিক্ষক-কর্মকর্তাসহ বিভিন্ন দাপ্তরের প্রধানের সঙ্গে যোগাযোগ করা যাবে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর ও ইমেইল সংযুক্ত থাকবে। অ্যাপটি অনলাইন ও অফলাইন দুইভাবেই ব্যবহার করা যাবে।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে অ্যাপটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম।
শিক্ষক সমিতির সভাপতি কাজী আখতার হোসেনের সভাপতিত্বে অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ডায়েরির বিকল্প হিসেবে অ্যাপটি ব্যবহার হবে। কারণ ডায়েরিতে থাকা প্রায় সকল ব্যাক্তির তথ্য অ্যাপ এ অন্তর্ভুক্ত করা হয়েছে। সকল শিক্ষক-কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানের ছবি, ইমেইল ও মোবাইল নাম্বার যুক্ত করা হয়েছে। অ্যাপটি প্রথমে অনলাইনে চলবে। পরবর্তীতে উন্নত করা হলে অফলাইনে ব্যবহার করা যাবে। আগামী সাত দিনের মধ্যে অ্যাপটি গুগল প্লে-স্টোরে আপলোড করা হবে। এরপর ইন্সটল করে অ্যাপটির সুবিধা নিতে পারবে ব্যবহারকারীরা।
অ্যাপ তৈরীতে সার্বিক সহযোগীতা করেছেন বিশ্বিবদ্যালয়ের আইসিটি বিভাগের সাবেক শিক্ষার্থী রকিবুল ইসলাম রাসেল। তিনি বর্তমানে একটি সফটওয়্যার কোম্পানির মোবাইল অ্যাপ ডেভলপার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি বলেন, ‘অ্যাপটিতে অনুষদ, বিভাগ, হলসহ সবকিছু যুক্ত করা হয়েছে। অ্যাপে একটি এডমিন প্যানেল সংযুক্ত থাকবে। তারা প্রয়েজনে তথ্য আপডেট করতে পারবেন। আগামী সাত দিনের মধ্যে অ্যাপ্সটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে।’
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে শিক্ষক সমিতির পক্ষ থেকে অ্যাপটি সকলের জন্য উপহার। সকলের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় যা দরকার তা এখানে যুক্ত করা হয়েছে। আর ডায়েরি সঙ্গে নিয়ে ঘুরতে হবে না। আমাদের সাবেক ছাত্র ইঞ্জিনিয়ার হওয়ায় অ্যাপ তৈরীতে কম অর্থ ব্যয় হয়েছে।