১৪ নভেম্বর ২০২১, ২২:১৪

‘মানুষ খাওয়া কমাবে না, আপনারা খাওয়া কমান’

ববি শিক্ষার্থীদের মানববন্ধন   © টিডিসি ফটো

রবিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মূল ফটকের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির  প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। 

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী জামান কবির বলেন, ‘সরকারকে জিম্মি করে পরিবহন মাফিয়ারা ইচ্ছে মতো ভাড়া বৃদ্ধি করেছে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার নাকি তেলের দাম বৃদ্ধি করেছে। সরকার বিদেশ থেকে তেল আমদানি রাতারাতি করে না। মিনিমাম ৬ মাসের তেল আমদানি করে রাখে। আমরা মানববন্ধনে সরকারকে বলতে চাই, মানুষ খাওয়া কমাবে না,আপনারা খাওয়া কমান।’

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদ বলেন, ‘জ্বালানি তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কিন্তু বরিশালে এলপিজি চালিত সিনজিগুলো অনৈতিকভাবে রূপাতলী থেকে সদর পর্যন্ত ভাড়া ২০ টাকা করে দিয়েছে। অতিরিক্ত ভাড়া শিক্ষার্থীদের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছে, যারা ডাল- ভাত খেয়ে জীবনযাপন করে। অতিরিক্ত ভাড়ার ফলে বাধ্য হয়ে তাদেরকে হেঁটেই আসতে হচ্ছে।’

এছাড়া মানববন্ধনে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জামান কবির, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আনিকা সরকার, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ, এছাড়াও বক্তব্য রাখেন একই বিভাগের শিক্ষার্থী মাসুম রানা ও মাহমুদুল হাসান তমাল এবং পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।