সাত কলেজের কলা ও সমাজবিজ্ঞান অনুষদ

শেষ ভর্তি পরীক্ষায় ঢাকা কলেজ কেন্দ্রে উপস্থিতি ৬৯ শতাংশ

ভর্তি পরীক্ষা শেষে ঢাকা কলেজ কেন্দ্র থেকে বের হচ্ছেন শিক্ষার্থীরা
ভর্তি পরীক্ষা শেষে ঢাকা কলেজ কেন্দ্র থেকে বের হচ্ছেন শিক্ষার্থীরা   © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এর মধ্য দিয়ে সাতটি কলেজে ২০২০-২১ শিক্ষা বর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের পরীক্ষা শেষ হল।

শেষ এই ভর্তি পরীক্ষায় ঢাকা কলেজ কেন্দ্রে ৩ হাজার পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও অংশ নিয়েছে ২ হাজার ৬৪ জন। সে হিসেবে পরীক্ষায় অনুপস্থিত সংখ্যা ৯৩৬ জন। 

ঢাকা কলেজের ভর্তি পরীক্ষা বিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক একেএম ইলিয়াস বলেন, ঢাকা কলেজ কেন্দ্রে তিন হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। সে অনুযায়ী সার্বিক ব্যবস্থাপনা আমরা নিয়েছিলাম। তবে উপস্থিতি হার ছিল ৬৮.৮ শতাংশ। আর অনুপস্থিত ছিল ৩১.২ শতাংশ শিক্ষার্থী। 

এর আগে শনিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর ১০টি কেন্দ্রে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের এ পরীক্ষা শুরু হয়। 

কেন্দ্রগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ।

কোন ধরনের সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি জানিয়ে অধ্যাপক একেএম ইলিয়াস বলেন, পরীক্ষা আয়োজনে আমাদের সার্বিক প্রস্তুতি ভাল ছিল। পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়ে কেন্দ্র ত্যাগ করেছে। 

উল্লেখ্য, এবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৩০ হাজার ৮২৮ জন ভর্তিচ্ছু আবেদন করেন। সাতটি কলেজে এই অনুষদের বিভাগে আসন রয়েছে ১৪ হাজার ৩৫০টি।

এরমধ্যে ঢাকা কলেজে আসন সংখ্যা ২ হাজার ৪২৫টি, ইডেন মহিলা কলেজে ৩ হাজার ১৫৫টি, সরকারি তিতুমীর কলেজে ৩ হাজার ৩০০টি আসন রয়েছে। 

অন্য চারটি কলেজের মধ্যে কবি নজরুল সরকারি কলেজে ১ হাজার ৬০০টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ১ হাজার ২৫০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ১ হাজার ১৮০টি এবং সরকারি বাঙলা কলেজে ১ হাজার ৪৪০টি আসন রয়েছে।  


সর্বশেষ সংবাদ