‘কিছু হলেই নীলক্ষেতে আন্দোলন করবে এর দায় দায়িত্ব কে নেবে’
ঢাকা কলেজের অধ্যক্ষ ও রাজধানীর সরকারি সরকারি সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই. কে. সেলিম উল্লাহ খোন্দকার বলেছেন, ‘আমি সরি টু সে, আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্য মোটিভ থাকতে পারে৷ শিক্ষার্থীরা কিছু হলেই নীলক্ষেতে আন্দোলন করবে এর দায় দায়িত্ব কে নেবে? তারা সকালে আমার সাথে দেখা করে যেয়ে নীলক্ষেত অবরোধ করলো৷ ভবিষ্যতে তাদের সাথে আমি কথা বলবো কিনা ভেবে দেখবো৷’
এছাড়াও বিশেষ পরীক্ষার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করা শিক্ষার্থীদের অন্য কোনো মোটিভ থাকতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন৷
অধ্যক্ষ বলেন, আমার এখানে অনেক শিক্ষার্থীরা ভিড় করে৷ কেন? শিক্ষার্থীরা নিজ নিজ অধ্যক্ষের সাথে কথা বলুক৷ এখন কোন অধ্যক্ষ যদি শিক্ষার্থীদের সাথে কথা না বলে সেটা কি আমার দেখার বিষয়? আমিতো আমার কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলি৷ আমার প্রশাসন কথা বলে৷ বাইরের শিক্ষার্থীদের এখানে কোন কাজ নেই৷ তাদের দাবি তো আমার শোনার বিষয় না৷
অধ্যক্ষ আরও বলেন, আমাদের পাঁচ -ছয় টা পরীক্ষা এখনও চলমান৷ আমাদের সব বিষয়ে চিন্তা করতে হয়৷ তারা এখনই পরীক্ষা চায়৷ এটা কোন ইস্যু হতে পারে না৷ আমি বলেছি তোমরা তোমাদের অধ্যক্ষের সাথে কথা বলো৷ আমরা সব অধ্যক্ষ মিলে সিদ্ধান্ত নিয়ে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাতে পারবো এর বাইরে আমার কিছু করার নেই৷
এছাড়াও এসব বিষয়ে আগামীকাল সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে সভা হবে বলেও জানান তিনি৷
এর আগে দুপুর একটায় বিশেষ পরীক্ষার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে সাত কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা৷ টানা দুই ঘন্টা অবরোধের পর ঢাকা কলেজের শিক্ষক এবং পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা ৷
তবে দ্রুতই দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত না আসলে আগামী বৃহস্পতিবার থেকে আবারও আন্দোলনে নামার কথা জানিয়েছে শিক্ষার্থীরা।