ঢাকা কলেজে ‘শেখ রাসেল দেয়ালিকা’ প্রকাশ
প্রথমবারের মতো দেশে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে ঢাকা কলেজে ‘শেখ রাসেল দেয়ালিকা’ প্রকাশ করা হয়েছে।
সোমবার (৮ অক্টোবর) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের নিচতলায় এ দেয়ালিকা প্রকাশ করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই. কে. সেলিম উল্লাহ খোন্দকার।
তিনি বলেন, ‘শেখ রাসেল দিবস উদযাপনের অংশ হিসেবে আমরা স্থায়ী দেয়ালিকা কার্যক্রম শুরু করেছি। এখানে শিক্ষার্থীদের লেখা দেশাত্মবোধক গান, গল্প-কবিতা স্থান পাবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নতুন কিছু জানতে পারবে। শিক্ষার্থীদের মধ্যে লেখালেখির আগ্রহ সৃষ্টি হবে। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ব কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মরণে এ দেয়ালিকা।
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জানাতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন বলেন, ‘নতুন প্রজন্মের অনেকেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে জানে না। তাই আমরা চাচ্ছি শিক্ষার্থীদের কাছে এসব বিষয়ে পৌঁছে দিতে। এই স্থায়ী দেয়ালিকা শিক্ষার্থীদের লেখা গান, গল্প, কবিতায় ভরপুর থাকবে। এখানে নির্দিষ্ট সময় পরপর বিভিন্ন লেখা যুক্ত হবে। এতে করে শিক্ষার্থীরা নতুন বিষয় সম্পর্কে জানতে পারবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আফরোজ মিয়া, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার, শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ অন্যান্য শিক্ষকরা।