জবি ছাত্র আকবর হত্যার বিচার দাবিতে মানববন্ধন মঙ্গলবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আকবর হোসাইন রাব্বির রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আগামী মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গত ২৭ আগস্ট ১২তম ব্যাচের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. আকবর হোসাইন রাব্বি খান পুরান ঢাকার মেস থেকে বেরিয়ে যান এবং তার সহপাঠীরা বিভিন্ন সময় ফোনে যোগাযোগ করলে আশেপাশে অবস্থান করছেন বলে জানান। রাতে যখন তার সঙ্গে যোগাযোগ করা হয় তখন একটু পর বাসায় ফিরবেন বলে তার বড় বোনকে জানান তিনি। অতঃপর রাত ৯টার দিকে খবর আসে তিনি চট্টগ্রামের একটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেলে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ১ সেপ্টেম্বর ভোর ৪টা ৫০মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আকবর।
এ ঘটনায় নিহত আকবরের ভুক্তভোগী পরিবার চট্টগ্রামের খুলশী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এদিকে সাধারণ শিক্ষার্থীদের দাবী আকবরকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো আত্মহত্যা কিংবা দুর্ঘটনা নয়। তাকে অজ্ঞান ও আহত অবস্থায় ফ্লাইওভার থেকে ফেলে দেওয়া হয়।