০৬ নভেম্বর ২০২১, ১৩:২৪

সাত কলেজে সেশনজট থাকবে না: ঢাবি

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। শনিবার (০৬ নভেম্বর) সকালে ঢাকা কলেজ কেন্দ্রে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের সেশনজট নিরসনে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে সাত কলেজের শ্রেণীকক্ষ সংকট, শিক্ষক সংকট নিরসনেও খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, সাতটি কলেজের কত শিক্ষার্থী ভর্তির সক্ষমতা রয়েছে এবং কোথায় শিক্ষক সংকট এবং অবকাঠামোগত সংকট রয়েছে- তার তথ্যছক তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। মূলত অধিভুক্তির যে মূল উদ্দেশ্য শিক্ষার মানোন্নয়ন তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

সাত কলেজের ‘বিজ্ঞান’ ইউনিটের পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজের সমস্যা সমাধানে সমন্বিত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পরিবহন ধর্মঘটের মাঝেও অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার বিষয়ে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, গতকালের পরীক্ষায়ও ৭৩ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিল। আজকেও আশাকরি এরকম উপস্থিতি থাকবে। ধর্মঘটের কোন প্রভাব পরীক্ষার মধ্যে পড়ছে বলে মনে হয় না।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও সরকারি সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার, ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন, ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদারসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।

অপরদিকে ভর্তি পরীক্ষায় ঢাকা কলেজ কেন্দ্রে ৩ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও অংশ নিয়েছেন ২ হাজার ৩৪৫ জন পরীক্ষার্থী। অর্থ্যাৎ ১ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল শুক্রবার পরিবহন ধর্মঘটের মধ্যেই সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতি ছিলো ৭৫ শতাংশ। এছাড়াও আগামী ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।