০৪ নভেম্বর ২০২১, ২১:৩৪

৩০ নভেম্বর পর্যন্ত টিকা পাবেন সাত কলেজ শিক্ষার্থীরা

৩০ নভেম্বর পর্যন্ত টিকা পাবেন সাত কলেজ শিক্ষার্থীরা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা গ্রহণের সময় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ ও সরকারি সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চমাধ্যমিক, অনার্স ও মাস্টার্স শ্রেণীর শিক্ষার্থীদের জন্য টিকা গ্রহণের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

যারা এখনো টিকা গ্রহণ করেনি তারা নির্দিষ্ট তারিখের মধ্যে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে ওয়েবসাইটে নিবন্ধন করে টিকা কার্ড ও কলেজ পরিচয়পত্র দিয়ে টিকা নিতে পারবেন।

এতে বলা হয়, প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডেডিকেটেড করোনা হাসপাতাল কেন্দ্র থেকে টিকা নিতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে টিকা নিতে না পারলে পরবর্তীতে শিক্ষার্থীদের নিজ দায়িত্বে টিকা নিতে হবে।

এর আগে, গত ২৪ অক্টোবর থেকে মহাখালীর করোনা ডেডিকেটেড হাসপাতালে সাত কলেজের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়। তবে বিভিন্ন কলেজ থেকে টিকা কেন্দ্র দূরে হওয়ায় এবং জন্মনিবন্ধন দিয়ে রেজিষ্ট্রেশন না করতে পারায় অনেক শিক্ষার্থী টিকা নিতে পারেননি।